আইকন ডেস্কঃ (এম আর আয়াজ রবি)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার সাবেক সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাতকানিয়ার কৃতি সন্তান, খ্যাতিমান চিকিৎসক, জনহিতৈষী ডাক্তার হাসান মুরাদ কোভিড-১৯ করোনা প্রজেটিভ হয়ে পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে খুবই ক্রিটিক্যাল অবস্থায় গত সোমবার ভোর ৪টায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন ।
আমার বন্ধুর ছোট বাচ্চারা এখনও বাবার আদর, স্নেহ, ভালবাসার গভীরতা বুঝতে শিখেনি। তার ছোট বাচ্চাদের কথা একটু মনোজগতে রোমন্থন করতে গেলেই অন্তঃকরণ ভিতর থেকে মোছড় দিয়ে উঠে, ভাবি আমারও একমাত্র বাবু। আমার বন্ধুর সাথে যখনই আমাকে চিন্তা করি মনের গহীনে গভীর ক্ষত অনুভব করি এক অজানা শংকায়! ভাবি সবাইকে একদিন এভাবে চলে যেতে হবে না ফেরার দেশে। আমরা কি নিয়েই বা গর্ব করি? এই পৃথিবী মায়া ও ছায়া। জন্মের সময় সবার আজান দেওয়া হয়ে আছে, বাকী শুধু নামায পড়া! তাই যেকোন মুহুর্তে নামাযের ডাক আসবে, আমাদের ঠিক সেই প্রস্তুতি বা সম্বল সাথে রাখতে পারাটাই আজ মনুষ্যত্বের বড় চ্যালেঞ্জ!
আমার ডাক্তার বন্ধু ডাঃ হাসান মুরাদ ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সদালাপী, নিরহংকার সাদা মনের মানুষ। মানবতার সেবা যার চিন্তা, চেতনা, ধ্যান- ধারনা ও মনোজগতে সদা সর্বদা খেলে যেত-নিত্য ভাললাগা ও ভালবাসায়। মানবতার মংগল সাধনই ছিল যার আমৃত্যু ব্রত। যিনি শত শত করোনা রোগীকে অতি আদরে সেবা শশ্রুষা করেছেন অকৃত্রিম হাতের স্পর্শে, তিনিই আজ বিশ্বের অতিমারী করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন আমাদের সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে।
হে মহান রাজাধিপতি, রাব্বুল ইজ্জত! ইয়া রব! ইয়া আল্লাহ! আমার বন্ধুর যাবতীয় সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে, দয়া ও মায়া করে জান্নাতের সর্বোচ্চ মাকাম, জান্নাতুল ফেরদৌস নসীব করে দিয়েন। তার শোক সন্তপ্ত পরিবার পরিজনকে ধৈর্য্য ধারন করে এ-ই শোক কাটিয়ে উঠার তাওফিক দান করুণ, আমিন।
আইকন/আ র/২৩-ডিসেম্বর-২০২০