উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ন প্রকল্পে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ বৃহস্পতিবার গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করেন।
কম্বল বিতরণ শেষে, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ জানান, উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করা হয়েছে। এই আশ্রয়ন প্রকল্পে যারা আছেন তারা অনেক গরিব, অসহায় ও শীতার্ত তাই তাদের কষ্ট কিছুটা হলেও কমানোর জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।