ওসমান সরওয়ার, উখিয়া।
বিএমএসএফ উখিয়া উপজেলা শাখার জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার (১৭ ই জানুয়ারি ) ৬ ঘটিকার সময় উখিয়া প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় ।
শাহেদ হোছাইন মুবিনের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজানুর রশিদ মিজান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি হুমায়ুন কবির জুশান -সভায় সঞ্চালনা করেন বিএমএসএফ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক উখিয়া প্রেস ক্লাবের সাংস্কৃতি,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, কাজী হুমায়ুন কবির বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ উখিয়া উপজেলা শাখার সভাপতি আইকন নিউজের সম্পাদক, এম আর আয়াজ রবি।
আরও উপস্থিত ছিলেন মঈনুদ্দীন শাহীন (সীমান্ত বাংলা ডট কম)- সহ-সভাপতি, মোহাম্মদ ফেরদৌস (দৈনিক কক্সবাজার প্রতিদিন)- সহ- সাধারণ সম্পাদক, মোহাম্মদ শহীদ (দৈনিক গনসংযোগ)-ক্রীড়া সম্পাদক, মোঃ হেলাল উদ্দিন (উখিয়া প্রেস ডটকম)- দপ্তর সম্পাদক, ওসমান সরওয়ার সহ সংগঠনে উখিয়া উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক আলোকিত পত্রিকার সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সহ-সম্পাদক মিজান উর রশিদ মিজান বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকের বিপদে বিএমএসএফের কর্মীদের পাশে থেকে সহায়তার আহবান জানিয়েছেন। কোথাও কোন সাংবাদিক নির্যাতনের ঘটনায় সোচ্চার থাকারও আহবান জানানো হয়। সাংবাদিকদের স্বার্থে বিএমএসফের উদ্যোগে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এবং জার্নালিস্ট শেল্টার হোম গঠন সেরা উদ্যোগ। এ সকল উদ্যোগ সফল করতে সাংবাদিকদের এগিয়ে আসারও আহবান জানানো হয়।
আলোচনা সভায় উখিয়া উপজেলা কমিটির সদস্যরা বিএমএসএফের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে পাশে থাকার প্রুতিশ্রুতি ব্যক্ত করেন।