নিজস্ব প্রতিনিধি।
উখিয়া ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও খয়রাতি পাড়া ফুটবল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত ‘আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২১’
বুধবার (১০ ই মার্চ ) বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
মালিয়ারকুল খেলোয়াড় সমিতি থ্যাইংখালী খেলোয়াড় সমিতি বিপক্ষে খয়রাতি পাড়া খেলার মাঠে ফাইনাল বিজয়ের লক্ষ্যে খেলতে নামে ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোছাইন মিথুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দ হামজা সম্ভাব্য মেম্বার প্রার্থী ৩ নং ওয়ার্ড।
প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোছাইন মিথুন বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখাতে প
ত্রিুড়ার বিকল্প নেই ।
নির্ধারিত সময়ে দুই দলের কোন গোলের দেখা না পাওয়ায় টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে থ্যাইংখালী খেলোয়াড় সমিতি ১ গোলে মালিয়ারকুল খেলোয়াড় সমিতিকে হারিয়ে বিজয় নিশ্চিত করেছে।