আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানীত সাধারন সম্পাদক ও উখিয়া উপজেলার প্রানকেন্দ্র, যে ইউনিয়নের চেয়ারম্যান হওয়া মানে উখিয়া টেকনাফ কক্সবাজার-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হবার একধাপ এগিয়ে যাওয়, সেই ৪ নং রাজা পালং ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, তারুন্যের প্রতীক, সৎ, যোগ্য, আদর্শবান, যিনি উখিয়া টেকনাফের সাধারণ মানুষের কাছে “হ্যামিওলনের বাঁশিওয়ালা” অভিধায় অভিসিক্ত, জনপ্রিয় জননেতা, বন্ধুবর জাহাঙ্গীর কবির চৌধুরী এর জন্মদিন উপলক্ষে, গত শুক্রবার (১৯ মার্চ ২০২১) ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের হল প্রাংগনে, সাধারণ মেহনতি মানুষ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও অভিন্দন জানান।
জন্মদিনের উক্ত অনুষ্টানে জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার সম্পদ। অসংখ্য মানুষের ভালোবাসাই আমাকে সমৃদ্ধ করে। আমি আজীবন এভাবে মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।’
এছাড়াও নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন,
“আসসালামু আলাইকুম,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
লাখো শুকরিয়া।আজ জন্মদিন ছিলো আমার,
জীবন অতিক্রান্ত করলো আরো একটি বছর।
প্রিয় ফেসবুকের বন্ধুরা,রাজনৈতিক সহযোদ্ধাবৃন্দ, প্রিয় উখিয়াবাসী সহ দেশ-বিদেশের নানা প্রান্তরে অবস্থানরত যেসকল শুভাকাঙ্ক্ষীরা আজ সারাদিন ফেসবুক পোস্ট, ম্যাসেঞ্জার-এসএমএস-ফোন কল সহ বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন
তাদের প্রতি জ্ঞাপন করছি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অভিভূত আপনাদের অফুরান ভালোবাসায় যা, আমার জীবনের পথচলার পাথেয়।
প্রিয় রাজাপালংবাসী,
গত এক দশক ধরে চেষ্টা করেছি আপনাদের এবং এই জনপদের সেবায় নিজের সর্বোচ্চটুকু দেওয়ার
জানিনা কতটুকু সফল, মূল্যায়নের দায়ভার আপনাদের হাতে।
কথা দিচ্ছি, আগামীতেও দেশজুড়ে চলমান জননেত্রী শেখ হাসিনার উন্নয়নযজ্ঞের গর্বিত অংশীদার হয়ে থাকবে আমাদের প্রিয় রাজাপালং।
বরাবরের ন্যায় সকলের ভালোবাসা ও দোয়া কাম্য
উন্নয়নের নব বাতায়নে
আমার এই জনপদ হবে আগামীর
উদাহরণ ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ।”
আইকন নিউজ/ আর/২০/০৩/২০২১