নিজস্ব প্রতিবেদকঃ
১৯ মার্চ উখিয়া প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ মফস্বল ফোরামের মত বিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বি এম এস এফ) সাংবাদিকদের অধিকার ও সুখ-দুঃখে অভিভাবকের রূপে সর্বদা পাশে থাকবে বলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সম্পাদক মিজানুর রশিদ মিজান জানান।
বিএমএসএফ উখিয়া শাখার সভাপতি এম আর আয়াজ রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেনবি এম এস এফ’উখিয়া শাখার সহ সভাপতি মঈন উদ্দিন শাহিন, সাংঠনিক সম্পাদক তানবীর শাহরিয়ার, সহ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মুবিন,ক্রীড়া সম্পাদক মোঃ শহীদ,দপ্তর সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, সদস্য মোঃ ইউসুফ।
সভায় উপস্থিত বক্তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি আদায়ের ক্ষেত্রে ঐক্য প্রচেষ্টার বিকল্প নেই এবং সকল সাংবাদিকদের এক হয়ে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলানোর আহবান জানান।