আইকন নিউজ ডেস্কঃ
উখিয়ায় উপজেলার মরিচ্যা ছন বাজারে আগুনে পুড়ে দু’টি দোকান ভস্মীভুত হয়েছে। গত কাল রবিবার (২১ মার্চ) রাত ১০ টার দিকে এ দূর্ঘটনা সংঘটিত হবার কথা নিশ্চিত করা হয়। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। এ ঘটনায় ওয়ার্কশপ ও ছনের গুদাম দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ৯-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত ১০ টার দিকে পথচারিদের সিগারেটের আগুনে প্রথমে ছনের গুদামে আগুন লাগে, পরে ওয়ার্কশপে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম বলেন, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খরব পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান।
এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, দুটি ব্যবসা প্রতিষ্টান পুড়ে গেছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক করে বলা যাচ্ছেনা।
আইকন নিউজ টুডে/আ র/২২০৩২২১