আইকন নিউজ ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ায় সন্তানের দায়ের কোপে সৎ মা আনোয়ারা বেগম নামক এক মহিলা নিহত হয়েছে। উক্ত ঘটনাটি হরিণ মারা আমিন পাড়া এলাকায় পারিবারিক বিরোধের কারনে ঘটেছে বলে জানা গেছে।
নিহত আনোয়ারা বেগম রাজা পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দরগাহবিল দক্ষিণ পাড়ার শামসুল আলম ও নুর আয়েশার বড় মেয়ে বলে জানা গেছে।
শুত্রুবার (২ এপ্রিল ) ভোর ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা স্থল থেকে জানা যায় ,উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিনমারা গ্রামের হোসন প্রকাশ লম্বা হোসেনের দুই স্ত্রী। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
কথা কাটাকাটির এক পর্যাযে লম্বা হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা লম্বা হোসেনের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহ জাহান জানান জানান, হরিণমারা আমিন পাড়া এলাকার হোসন আহমেদের ছোট স্ত্রী আনোয়ারা বেগম নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। হত্যাকান্ডটি তাঁর ছেলে করছে বলে ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।