আইকন নিউজ ডেস্কঃ
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে
৬,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউপি এর বরইতলী গ্রামস্থ টেকনাফ-কক্সবাজার রোড সংলগ্ন টিএনটি রেস্ট হাউসের গেইটের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল ( ২ এপ্রিল ২০২১ ) শুক্রবার আনুমানিক ৭ টার সময় উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী সোলেমান (৩২), পিতা- সুলতান আহম্মদ,
সাং- মুন্ডার ডেইল, ওয়ার্ড নং- ০১, ইউপি-সাবরাং, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত জনসম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ৬,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার
করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
আইকন নিউজটুডে/আর/০৪০৪২০২১
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।