মরণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আমাদের জীবনযাত্রাকে অতীষ্ট করে তুলছে দিনকে দিন।করোনার ভয়াবহ থাবায় আবালবৃদ্ধবণিতা সংক্রমনের শিকার হচ্ছে। সারা বিশ্বে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে। দেশের সরকার এক পর্যায়ে ‘লক ডাউন’ ঘোষনা করতে বাধ্য হয়েছে। তাই সংক্রমনের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ঘরে থাকুন, সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। আর সংক্রমনের লক্ষণ দেখা দিলে স্থানীয় হাসপাতালের অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ থাকুন। অন্যকে সুস্থ থাকতে সহযোগীতা করুন। বিশেষ করে, লকডাউন কালীন সময়, শাবান মাসে সাধ্যমতো অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসুন। নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। অসহায়ের সহায় হই। মাস্ক পরিধান করি, নিরাপদ দুরত্ব বজায় রাখি, স্বাস্থ্য বিধি মেনে চলি। পারলে বেশি বেশি পবিত্র কোরান তেলাওয়াত করি।আল্লাহর কাছে অতীতের ভুলত্রুটি, কৃত অপরাধের জন্য কায়মনোবাক্যে তওবা করি, মার্জনা ভিক্ষা করি যেন, ভয়াবহ করোনা ভাইরাস থেকে রক্ষা পাই। মতো হান আল্লাহ যেন আমাদের সবাইকে মরঙহাতি করোনা ভাইরাস থেকে রক্ষা করেন, আমিন।
সাংবাদিক এম আর আয়াজ রবি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), উখিয়া।
আইকন নিউজ ডেস্কঃ