নিজস্ব প্রতিবেদক•
করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আজ থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। আর এই লক ডাউন কঠোর ভাবে কার্যকর করার জন্য কক্সবাজার জেলার উখিয়া ট্রাফিক বিভাগ শক্ত অবস্থানে।
সোমবার ৫ এপ্রিল সকাল ১১ টায় সরেজমিনে দেখা যায়, উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, সার্জেন্ট মোঃ আলী আশরাফ মোল্লা, সার্জেন্ট সুব্রত চক্রবর্তী, টি এস আই রফিকুল ইসলাম এবং ফোর্স সহ উখিয়ার বানিজ্যকেন্দ্র কোর্ট বাজারে কোন গাড়ি পার্কিং এবং এম্বুলেন্স ছাড়া কোন ধরনের গাড়ী চলাচল করতে দেওয়া হয় নাই।
পাশাপাশি তারা জনসাধারনকে মাস্ক পরিধান করে ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানান। এবং লকডাউন বাস্তবায়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতার আহবান জানান।