লকডাউনে-
সরকারী কর্মকর্তা-কর্মচারীরা দারুণ খুশি!তাহারা বারবার লকডাউন বৃদ্ধির পক্ষে! আর গরীব মানুষ অখুশি।লকডাউনের বিপক্ষে!
কারন- চালের দাম ৭০ টাকা.!
নিত্যপণ্যের দাম আকাশচুম্বী….!
গরীবের কষ্টের টাকায় বেতন পাওয়াদের ভাবসাব, দম্ভোক্তি আর বাহাদুরি দেখলে খুবই কষ্ট লাগে ! লকডাউন চলাকালে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রাখলে, ন্যায় সঙ্গত মনে করছেন সচেতন মহল। কারন এতে তারা অন্ততঃ গরীবের কষ্টটা বুঝবে..!
“তবু আরেক শ্রেণীর মানুষ ও খুশি- তারা এই সবে গঠনমূলক সমালোচনা না করে সরকারকে পেশাগত তৈল মারতে থাকে, এতে সরকার জনগণের কোন কথা শুনতে চায়না এবং জনগণের মনের ভাষা ও বুঝতে পারেনা”!
তৈলবাজরা রাষ্ট্রের বন্ধু নয়।
তৈলবাজরা ভয়ংকর।
তৈলবাজ থেকে সাবধান।
পরামর্শ-
# রাষ্ট্রের উচিত জনগণের কষ্ট দুর করা।
# দ্রুত দ্রব্যমূল্যের দাম কমানো।
# স্বাস্থ্যবিধি মেনে সব খোলা রাখা।
লেখকঃ এডভোকেট সাইফুদ্দিন খালেদ, বিভাগীয় সম্পাদক ও কক্সবাজার জেলা সেক্রেটারি, এনডিএম।