বার্তা পরিবেশক:
গত ২১শে এপ্রিল উখিয়া ক্রাইম নিউজ টিভিতে , উখিয়া হরিণ মারা এলাকার চিহ্নিত দুই ভূমিদস্যু শাহা আলম ও শহীদুল্লাহ এর নেতৃত্বে সরকারী বনভূমির পাহাড়ের সাথে ড্রেজার মিশিন বসিয়ে ডাম্পার যোগে বালি পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বন প্রশাসনের চোখে কালো চশমা।– প্রকাশিত শিরোনামে সংবাদটি আমাদের সৃষ্টি গোচর হয়েছে। এখানে আমাদের জড়িয়ে যে সব তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রাণিত এবং ঘটনার হিতে বিপরীত।
মূলতঃ এলাকার কতিপয় মাদককারবারি ও রাজনৈতিক প্রতিপক্ষরা সামনের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করছে। এহেন ভূঁয়া, ভিত্তিহীন, মিথ্যা সংবাদে কর্ণপাত না করার জন্য প্রশাসন এবং পাঠক ভাইদের প্রতি অনুরোধ করছি।
পাশাপাশি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
শাহা আলম, শহীদুল্লাহ।