আইকন নিউজ ডেস্কঃ
রোহিংগা অধ্যুষিত উখিয়া-টেকনাফ সড়কের, উখিয়া উপজেলার কুতুপালং হাঙ্গরঘোনা রাস্তারমাথা নামক স্থানে, মিজানুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী টকবগে যুবক নিহত হয়েছেন।
গত কাল বুধবার (২১ এপ্রিল ) বিকাল ৫ টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং হাঙ্গরঘোনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মিজানুর রহমান, উখিয়া কুতুপালং পুর্বপাড়া এলাকার জনৈক গফুর মিয়ার ছেলেবলে জানা যায়।
স্থানীয় সূত্রে আরও জানা যায় , মিজান রোহিংগা ক্যাম্পে চাকরীর শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে উখিয়া সদরে যাওয়ার পথে, তার মোটর সাইকেলের সাথে মালবাহী অন্য এক মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে, পার্শবর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে, রোগীর আশংকাজনক অবস্থা দেখে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম রেফার করেন। চট্রগ্রাম মেডিকালে পৌছে জরুরী বিভাগে নেওয়ার আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাজাপালং ৯ নং ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি হেলাল উদ্দিন ( মেম্বার) বিষয়টি নিশ্চিত করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন।
আইকন নিউজ টুডে/আর/২১০৪২০২১