আইকন নিউজ ডেস্কঃ
আজ ২৩-এপ্রিল, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে, উখিয়া থানার এস আই আল আমিনের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে উখিয়া মহুরী পাড়ার বাসিন্দা জালাল উদ্দীন (৫১) এর স্ত্রীকে ৭০৫০ পিছ ইয়াবা ও নগদ ৪০,৫০০/ টাকাসহ গ্রেফতার করা হয়। জানা যায়, জালালুদ্দিন জালু ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিনব কায়দায় এলাকা ও বাইরে ( পাচার) ইয়াবার রমরমা ব্যবসা করে আসছিল।ইয়াবা নিয়ে আটক হয়ে জালাল উদ্দীন(জালু) বেশ কয়েকবার জেল খেটেছে বলে জানা যায়।
আজ উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই আল আমিন, এস আই আফসার ও এএসআই মামুন সহ একটি টিম জালুর বাড়িতে ইয়াবা লেনদেনের সময় অভিযান চালায় । পুলিশের উপস্হিতি টেরপেয়ে জালাল উদ্দীন জালু নিজ ঘর থেকে পালিয়ে গেলেও তার স্ত্রী হাতেনাতে ৭০৫০(সাত হাজার পঞ্চাশ) পিচ ইয়াবা ও নগদ ৪০৫০০/=টাকাসহ তাহমিনা বেগম (৩৩)স্বামী জালাল উদ্দিন (জালু) গ্রাম-মহুরী পাড়া,থানা-উখিয়া, জেলা কক্সবাজারকে আটক করে।
বর্তমানে তাকে উখিয়া থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হচ্ছে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ।