এক কিংবদন্তি ছাত্রনেতার বিদায় দিশেহারা আজ উখিয়ার হাজারো ছাত্র সমাজ , রিয়াদ ।
AnonymousFox_bwo
/ ৫৮৩
মিনিট
আপডেট
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
শেয়ার করুন
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাকিল মোহাম্মদ রিয়াদ নিজের পেইজবুকে স্টাটাসে লিখা উখিয়া উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সফল সভাপতি মকবুল হোছাইন মিথুনের উদ্দেশ্যে আবেগঘন স্ট্যটাসটি হুবুহু তোলে ধরা হল….
শিক্ষা শান্তি প্রগ্রতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উখিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সদ্য বিদায়ী সভাপতি হাজার হাজার উখিয়া উপজেলার ছাত্র সমাজের প্রিয় মূখ উখিয়া উপজেলার এ যাবৎ সর্ব কালের শ্রেষ্ঠ ছাত্র সংগঠক জনাব মকবুল হোসাইন মিথুন ভাইয়ের আকস্মিক ভাবে অশ্রুসিক্ত বিদায়ের ঘটনায় উখিয়ার হাজারো ছাত্রলীগের নেতা কর্মী আজ হতবিহ্বল ও বাকরুদ্ধ হয়ে পড়েছে, সধুতাই নয় এই উখিয়া উপজেলায় এক সময় বি এন পি জামাতের ঘাটি এই শক্ত ঘাটিকে প্রিয় নেতা মিথুন ভাইয়ের যোগ্য নেতৃত্ব মাধ্যমে দেশ রত্ম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা কে বারবার উখিয়াতে বিপুল ভোটে নির্বাচিত করতে সক্ষম হয়েছে এবং বি এন পি জামাত তথা হেফাজতের বিভিন্ন দেশ বিরুদী ধংসাক্ত কর্মসূচি যতাযত পতিহত করতে উখিয়ার মিথুন ভাইয়ের ডাকে সাড়া দিয়েছে উখিয়ার শান্ত জনপত কোনদিন অশান্ত করতে দে নাই, তাছাড়া মানবিক শহর নামে পরিচিত এই উখিয়ায় লক্ষ লক্ষ রোহিঙ্গাদের আগমন থেকে এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যে কোন বিপর্যয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মিথুন ভাইয়ের নৃত্যেতে অগ্রভাগে থেকে সহযোগিতা করেছেন, এ রকম এক জন ছাত্র ও কর্মী বাদ্বব নেতা এ ভাবে বিদায় নিয়ে যেতে উখিয়ার ছাত্র সমাজ ঘুমের ঘরে ও কল্পনা করেনি,তাই কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতি বিশেষ আবেদন আগামী তে মিথুন ভাইয়ের রেখে যাওয়া সৃতি ও নৃত্যেত্ত যাতে বজায় থাকে সেদিকে নজর দেওয়ার বিশেষ অনুরোধ সহ দাবি জানাচ্ছি,