পবিত্র রমজানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পক্ষ থেকে এতিম শিশুদের ইফতার সামগ্রী প্রদান অব্যাহত রেখেছে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ।
ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামের নেতৃত্বে ২৫ এপ্রিল রবিবার বাইশারী ইউনিয়নের বিভিন্ন এতিমখানায় শিশুদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগ নেতা মুমিনুল হক মুমু, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি তাহের মুর্শেদ সহ বিভিন্ন স্তারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পক্ষ থেকে ছাত্রলীগের এই ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এদিকে ছাত্রলীগের এ ধরনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে পাশে থাকার অঙ্গীকার করেছেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী।