আইকন নিউজ ডেস্কঃ
উখিয়ায় সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) হিসাবে মো: তাজ উদ্দিন (১৮১১৫) কে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া মো: তাজ উদ্দিন বর্তমানে বান্দরবান জেলার থানচি উপজেলার এসি ল্যান্ড হিসাবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিজের বাড়ি যশোর জেলায় এবং শ্বশুর বাড়ি রংপুর জেলায়।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম গত ৩ মে ২৫৪ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মো: তাজ উদ্দিন সহ একই পদমর্যাদার ৬ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভুমি) হিসাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় পদায়ন করেন।
এদিকে, উখিয়া উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আমিনুল আহসান খান’কে (১৮৮৩৭) কে প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব হিসেবে গত ২১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন মূলে তথ্য কমিশনে বদলী করা হয়। বদলী হওয়া উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আমিনুল আহসান খান ২০১৯ সালের ১ অক্টোবর উখিয়াতে যোগদান করেছিলেন।
আইকন নিউজ টুডে/আর/০৫০৫২০২১