নিজস্ব প্রতিবেদক ঃ
উখিয়া উপজেলার অন্তর্গত পূর্ব টাইপালং উদ্দীপ্ত তরুণ সমবায় সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ৭মে জুমাবার বাদ আছরের সময় পূর্ব টাইপালং কবরস্থানের পাশে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে পূর্ব টাইপালং অঞ্চলের মানুষ ছাড়াও টাইপালং এর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জার্মান প্রবাসী জনাব জাফর আলম ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডেইল পাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সৈয়দ হোসাইন আব্দু শুক্কুর এবং কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাসান আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ জয়নাল আবেদিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খায়রুল আমিন সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ সদস্য সচিব সিনিয়র সদস্য সহ প্রমুখ।
প্রত্যয়ী একঝাঁক তরুণ-যারা সেবার হাত প্রশস্থ করে পাশে দাঁড়াতে চান সকল মানুষের। সেই সাথে সামগ্রীক উন্নয়নে ঝাঁপিয়ে পড়ে একটি স্বপ্নময় স্বদেশ বিনির্মান করতে উন্মুখ। এই স্বপ্নবাজ তরুণরাই গড়ে তোলেছেন পূর্ব টাইপালং উদ্দীপ্ত তরুণ সমবায় সমিতি নামের একটি সামাজিক সংগঠন।
পূর্ব টাইপালং উদ্দীপ্ত তরুণ সমবায় সমিতির সভাপতি খায়রুল আমিন বলেন, ইফতার মাহফিল পরিচালনায় যারা শারিরীক, মানসিক, মূল্যবান পরামর্শ এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে সমিতির সদস্যদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রতি বছর আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।