আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া থানার চৌকষ পুলিশ অফিসার, এস আই মতিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২০০০(দুই হাজার) পিচ ইয়াবাসহ ১. হাবিবুর রহমান (৩৪)পিতা সৈয়দ আলম সাং মোহাম্মদ আলী ভিটা উয়ালাপালং (বর্তমানে পুকুরিয়া অবস্থান বলে জানা যায়।) ২.জমিলা বেগম (৩৬) স্বামী ছরত আলম সাং সিকদার বিল ভুঁইয়াপাড়া উভয় থানা উখিয়া জেলা কক্সবাজারদের গ্রেফতার করা হয়।
উভয়ের বিরুদ্ধে যথানিয়মে মামলা রুজ্জুর প্রস্তুতি চলছে। ইদানিংকালে পাড়া, মহল্লায়, এলাকায় এলাকায় ইয়াবা চোরাচালানের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। আইন শৃংখলা বাহিনী, ইয়াবার মুল উৎস বন্ধ করতে না পারলে, এরুপ বহনকারী গ্রেফতার করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ইয়াবা ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়বে। তাই ইয়াবার অর্থের যোগানদাতা, আশ্রয় ও প্রশ্রয়দাতা, বড় বড় রথি, মহারথি, কুশীলবদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। অন্যতায় ইয়াবা বিরোধী অভিযান মুখ থোবড়ে পড়তে বাধ্য হবে।