আইকন নিউজ ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়ার চিংড়ী প্রজেক্ট এলাকায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত লুৎফুর রহমান লুতু (৪০) নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫ টা নাগাদ উক্ত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে সুত্রে প্রকাশ।
এ প্রসংগে, মুঠোফোনে পালংখালী ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর সাথে আলাপ কালে উনি জানান, “নলবনিয়ার চিংড়ী প্রজেক্ট এলাকায় বিজিবি’র গুলিতে একজন ডাকাত মারা গেছে বলে শুনেছি। সে ইয়াবা ব্যবসা করতো এবং ডাকাতি কাজে লিপ্ত ছিল বলে লোকমুখে প্রচার ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে উনাকে চিনি না, উনার বাড়ি আমার বাড়ি থেকে দূরে অবস্থান করায় তেমন জানাশুনা নেই”।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.এ.মঞ্জুর সংবাদ সুত্রে জানান, নিহত লুৎফর রহমান লুতু দীর্ঘদিন ধরে ডাকাতি কাজে জড়িত ছিল, পাশাপাশি ইয়াবা কারবারেও সম্পৃক্ত ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ,
ডাকাত নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিস্তারিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে মোবাইল ফোনে নিশ্চিত করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ এখনও উদ্ধার হয়নি। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে সুত্রে প্রকাশ।