আইকন নিউজ ডেস্কঃ
” নিশ্চয়ই আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে “-সূরা আন আম, আয়াত-১৬২।
পশুর সাথে, নিজের অভ্যন্তরে সৃষ্ট ও উৎসারিত অবদমনিত পশুবৃত্তিকে কুরবানি প্রদানের মাধ্যমে, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঈদুল আযহা হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহ’র ত্যাগ ও তিতিক্ষার এক মহা সন্ধিক্ষণ। দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
বৈশ্বিক করোনার চাপ কাটিয়ে ও করোনাকে জয় করে, ধনী-গরিব, আশ্রাফ-আতরাফের ব্যবধান গুছিয়ে সকলের জীবনে পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি, সমৃদ্ধি ও ভালবাসার মেলবন্ধন….। ঈদ মোবারক।