আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া থানা প্রশাসন, মোবাইল হারানোর জিডির সুত্র ধরে, হারানো মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তড়িৎ উদ্ধার করে প্রকৃত মালিককে হস্থান্তর করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সুত্রে, জানা গেছে-উক্ত জিডির আবেদনকারী মোঃ সাইফুল ইসলাম(২৭), পিতা- ওবাইদুর রহমান, সাং- কুতুপালং থানা- উখিয়া, জেলা- কক্সবাজার গত ০১/০৬/২০২১ খ্রিঃ তারিখ তার ব্যবহৃত মোবাইল vivo y 15 মোবাইলটি হারিয়ে যায় মর্মে উখিয়া থানায় একটি সাধারন ডায়েরি করেন। সাধারণ ডায়েরি অফিসার ইনচার্জ উখিয়া মহোদয় মোবাইল উদ্ধারে এএসআই/ মোঃ হাসানুজ্জামান এর নিকট হাওলা বা দায়িত্ব অর্পণ করলে, এএসআই/ মোঃ হাসানুজ্জামান পুলিশি প্রযুক্তি ব্যবহার করে অফিসার ইনচার্জ উখিয়া মহোদয়ের দিক নির্দেশনায় হারানো মোবাইলটি অদ্য ২৬/০৭/২০২১ খ্রিঃ ১৬.০৫ মিনিটে উখিয়া থানা এলাকা হতে উদ্ধার করতে সক্ষম হয় এবং তারই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ মহোদয়ের পক্ষে উখিয়া থানার সেকেন্ড অফিসার এসআই/ কাজী তোবারক হোসেন এর উপস্থিতিতে মোবাইলটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এতে প্রমানিত হয়, পুলিশই জনতা, জনতাই পুলিশ। দ্রুত, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল উদ্ধার করতে সক্ষম হওয়ায়, ভুক্তভোগী থানা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আইকন নিউজ টুডে /আর /২৬/০৭/২৯২১