হেলাল উদ্দিন, উখিয়া।
হাজার আলেমকূল এর শিরোমনি, উখিয়া উপজেলা ইমাম সমিতির সম্মানিত সভাপতি, রাজাপালং এম ইউ ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মাওলানা ক্বারী কামাল আহমেদ এর নামাজে জানাজায় হাজার হাজার ভক্ত, অনুরক্ত মানুষের ঢ্ল। শত প্রতিকুল আবহাওয়ায়ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার ভেজা মাঠে তিল ধারনের জায়গা ছিলনা, কানায় কানায় ভরে যায় হাজার মানুষের পদচারনায়। উখিয়ার কৃতিসন্তান ও বিখ্যাত আলেমেদ্বীন, শত শত আলেম সৃষ্টির কারিগর, এই ক্ষণজন্মা পুরুষ উখিয়ার এক আলোকবর্তিকা হিসেবে জ্ঞানের মশাল প্রজ্জ্বলিত ছিলেন। সাধারন মানুষের সাথে আত্মার আত্মীয় হয়ে মানুষের সুখে দুঃখে অত্যন্ত পাশে থেকেছেন। তিনি ছিলেন একাধারে বলিষ্ট সংগঠক, সমাজ সংস্কারক, ধর্ম প্রচারক। উনার আহবানে কত পথহারা মানুষ ইসলামের সুশীল ছায়ায় বেদিশার দিশা পেয়েছেন।
জানাযাপূর্ব বক্তব্য রাখেন, উখিয়া টেকনাফের সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজা পালং ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যান জনাব জাহাংগীর কবির চৌধুরী, রাজাপালং ফাযিল মাদ্রাসার শিক্ষক ও উনার সহকর্মীবৃন্দ ও প্রমুখ।
জানাজার পরে মরহুমের পারিবারিক কবরস্থান, মৌলভীপাড়া কবরস্থানে দাফন করা হয়।