ফরিদুল আলম বাপ্পি :
অপকা জিবিভি ও এসআরএইচ প্রজেক্ট কর্তৃক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ ই আগষ্ট জাতীয় শোকদিবস পালন।
মাসব্যাপী কর্মসূচী হিসেবে (১১ই আগষ্ট) অপকা জিবিভি ও এসআরএইচ প্রজেক্ট অফিস কোটবাজার উখিয়া কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতীর মহান স্থপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরসহ পরিবারের সকল সদস্যের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ ই আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।
১৫ ই আগষ্ট বাঙালী জাতীর ইতিহাসে কলংকিত দিন হিসেবে স্বাধীন বাংলার মানচিত্রের বুকে এঁকেছিল এক কালো অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট কালো রাত্রিতে বাংলার জাতীর অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলকে ঘাতকরা নৃশংসভাবে হত্যা করে। সেদিন বাঙালী জাতীয় হারিয়েছে মহান এক নেতাকে। সেই হত্যাকান্ড মধ্যদিয়ে বাংলার ইতিহাসে বঙ্গবন্ধুর মৃত্যুর স্মৃতিস্বরণ হিসেবে বিশ্বের দরকারে জাতীয়ভাবে স্বীকৃত পেল ১৫ ই আগষ্ট জাতীয় শোকদিবস। জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে সকল শহীদকে।
আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন অপকার প্রধান কার্যালয়ের সম্মানিত সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব আনোয়ার হোছাইন চৌধুরী, অপকা জিবিভি প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার জনাব শিপলব চাকমা, প্রজেক্ট অফিসার জানবা মমতাজ বেগম, প্রজেক্ট স্টাফ রেজা, লিপি ও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অপকার প্রধান কার্যালয়ের সম্মানিত ফাইন্যান্স ম্যানেজার সহ প্রজেক্টের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল গফুর নান্নু।