নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ভালুকিয়াপালং আমতলী গ্রামের প্রবাসী নুরুল আমিন (৪০) এর বসতঘরে সোমবার ( ০৯ আগস্ট ২০২১ ইং) গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
এতে ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার ( যার মূল্য ১ এক লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা ) নগদ ২০ হাজার টাকা, একটি বিদেশী মোবাইল সহ আসবাবপত্র নিয়ে গেছে চোরের দল।
ঘর মালিক প্রবাসী নুরুল আমিন (৪০) অনেক বছর যাবৎ প্রবাসে।
নুরুল আমিন (৪০) বলেন, আমি প্রবাস জীবনে এখনও আছি তবে আমার পরিবার গ্রামের বাড়িতে থাকেন।
এদিকে প্রতি রাতের মতো সোমবার রাতে নুরুল আমিন (৪০) এর সৎ মা রোকিয়া বেগম (৪৮) নুরুল আমিন এর স্ত্রী আমেনা খাতুন (৩২) সহ নাতি আমিনুল হক মুন্না ( ১০) নাতনি হালিমা (৪) শুয়েছিল। সোমবার দিবাগত রাতে প্রবাসী নুরুল আমিন এর রান্না ঘরের উত্তর পার্শ্বের টিনের চাল কেটে সংগোপনে ঘরে ডুকে কৌশলে দরজা ভেঙ্গে নুরুল আমিন(৪০) এর স্ত্রী আমেনা খাতুন এর শয়ন কক্ষে ডুকে যায়। ঘরে থাকা বালিশের নিচ থেকে নগদ বিশ হাজার টাকা একটি বিদেশি মোবাইল ফোন আমিনা খাতুন এর ব্যবহারের ২ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের অলংকার নিয়ে ফেলে। হঠাৎ ঘুম ভাঙলে চুরের অবস্থান টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে আশেপাশের মানুষ চলে আসলে চোর দ্রুত পালিয়ে যায়।
রোকিয়া ভালুকিয়া পালং আমতলী এলাকার পেশাদার চোর ও সন্ত্রাসী নাসির উদ্দীন (২৪) সহ তাঁর সংঘবদ্ধ চোর গুলোকে চার্জ লাইটের আলোতে দেখতে পান।
রোকিয়া বেগম বাদি হয়ে ভালুকিয়া পালং আমতলী এলাকার পেশাদার চোর ও সন্ত্রাসী নাসির উদ্দীন (২৪) সহ সংঘবদ্ধ গ্রুপের কয়েক জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন।