কোভিড ভ্যাকসিন দেওয়ার পর খালি ভায়াল নিয়ে চলে যাওয়ার পথে আটক করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে। মুচলেকা দিয়ে ভুল স্বীকারের পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
টিকার খালি ভায়ালসহ চবি ছাত্র আটক
রোববার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কমল দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন বলেন, রোববার সকালে ওই শিক্ষার্থী এসে টিকা নেয়। যাওয়ার পথে একটি খালি ভায়াল হাতে করে নিয়ে যাচ্ছিল। এ সময় আমাদের কর্মীরা দেখতে পেয়ে তাকে আটকায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: রাজধানীতে অ্যাসাইনমেন্ট দিতে এসে শিক্ষার্থীদের মারামারি
তিনি আরও বলেন, তবে তার কথাবার্তায় মনে হয়েছে, না বুঝে তিনি এ কাজটি করেছেন। কাজটা যে অবৈধ সেটা তিনি জানতেন না। ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ার পর আমরা তাকে ছেড়ে দিয়েছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ওই শিক্ষার্থীকে আমিও জিজ্ঞেস করেছি- এই কাজ কেন করেছ? সে বলছে- জাস্ট ছবি তোলার জন্য। বোঝার ভুল থেকে সে এ কাজ করতে পারে। পরে অবশ্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।