আইকন নিউজ ডেস্কঃ
গত ২৮-শে আগষ্ট-২০২১ দিবাগত রাত, প্রায় ১.৫০ টায়, ক্যাম্প ১৯ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরা স্থানীয় আব্দুল খালেক পিতা মৃত নাজির হোসেন (সাং ঘোনার পাড়া থাইংখালী) কে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ফেলার চেষ্টা চালিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় প্রায় অর্ধমৃত অবস্থায় ভিক্টিমকে উদ্ধার করে দ্রুত চিকিৎসাসেবা গ্রহনের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। উক্ত বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও তৎপর ছিলেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইন্জিনিয়ার রবিউল হুসাইন, মাহফুজুর রহমান, সাংবাদিক মারজান চৌধুরীসহ ঠহলরত বিজিবি সদস্যরা ও সর্বসাধারণ। আহত আবদুল খালেককে মুমূর্ষু অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। উক্ত ঘটনায় এলাকায় সাধারন মানুষের মধ্যে ভয়, আতংক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তপুর্ণ শাস্তির দাবি করেছেন।
আইকন নিউজ/আর।২৯/০৮/২০২১