আইকন নিউজ ডেস্কঃ
একজন বৃদ্ধ ইকনোমিক্সের প্রফেসর তাঁর মেধাবী ছাত্রকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন। রাস্তায় কিছুদূর গিয়ে তাঁরা একটা মরা ইঁদুর পড়ে থাকতে দেখলেন। প্রফেসর বললেন – শোনো, তুমি যদি এই মরা ইঁদুরটা খেয়ে ফেলতে পারো তাহলে তোমায় ৫০,০০০ টাকা দেব। ছাত্রটি দ্রুতই কস্ট বেনিফিট এনালিসিস করে ইঁদুরটা গপ করে খেয়ে ফেলল।
মরা ইঁদুরের বিকট স্বাদ পেটে যেতেই ছাত্রের মনে প্রতিশোধ নেবার ইচ্ছে হল৷ কিছুদূর গিয়ে আরেকটা মরা ইঁদুর দেখতে পেয়ে ছাত্র প্রফেসরকে বলল, স্যার আপনি যদি এই ইঁদুরটা খেয়ে ফেলতে পারেন, তাহলে আমিও আপনায় ৫০,০০০ টাকা দেব। প্রফেসরও সদ্য ৫০,০০০ টাকার ক্ষতি পূরণের আশায় ইঁদুরটা তুলে পেটে চালান করে দিলেন তক্ষুণি।
এরপর খানিকক্ষণ দুজনেই নিঃশব্দে পথ হাঁটছিলেন। নীরবতা ভেঙে ছাত্র প্রশ্ন করল – আচ্ছা স্যার, আপনার কি মনে হয়না, আমরা দুজন শুধুশুধু ফ্রিতে দুটো মরা ইঁদুর খেয়ে ফেললাম?
স্মিতহাস্যে প্রফেসর উত্তর দিলেন- কিন্তু জিডিপিতে একলক্ষ টাকা বাড়ল, তাই না!? So-called GDP growth!!
আমাদের দেশে জিডিপিও বাড়ে তার পাশাপাশি বাজেট ঘাটতিও বাড়ে। কিন্তু এই গল্পের মতোন সাধারণ মানুষ শূন্যই থাকে।