আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া থানার চৌকষ অফিসার, এস আই আল আমিন,এ এস আই মামুন ও এ এস আই বিকাশের নেতৃত্বে পুলিশের পৃথক দুইটি অভিযানে ০১ টি দেশীয় তৈরী এলজী বন্দুক, ০১ টি রাম’দা, ০১ টি চাকু, ২৮ বোতল বিদেশি মদ, ৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও মোট ৪,৪০০ (চার হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধার করে সাথে দুজন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ ০৩/০১/২০২২ ইংরেজি তারিখ উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন হলদিয়া পালং ইউপিস্থ পশ্চিম পাগলির বিল এলাকা হতে গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন, ০১। আলাউদ্দিন (৩৩), পিতা-আব্দুল মান্নান, সাং-পশ্চিম পাগলির বিল, (২ নং ওয়ার্ড), এর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ০১ টি রাম‘দা, ০১ টি চাকু ও ২, ২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা এবং রাজাপালং ইউপিস্থ হাজামপাড়া এলাকা হতে গ্রেফতারকৃত অন্য আসামী ০২। মোহাম্মদ আলী (৪৫), পিতা-আলী আহাম্মদ, সাং-হাজামপাড়া, (৮ নং ওয়ার্ড), উভয় থানা-উখিয়া জেলা-কক্সবাজার এর হেফাজত হতে ২৮ বোতল বিদেশি মদ, ৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও ২,২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উখিয়া থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।