গত ০৬ই জানুয়ারি অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টু দ্যা এতে প্রকাশিত খারাংখালীতে ইয়াবাসহ হেলপার বদি আটক হলেও গডফাদার উনাইয়া সিন্ডিকেট অধরা প্রকাশিত সংবাদটির একাংশ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত নিউজে আমাদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পুর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও ভুল তথ্যের মাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়েছে। যা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন।
আটক ব্যক্তি ছাড়া উল্লেখিত ব্যক্তিদয় জানান,
মাদক বিরোধী অভিযান কে তারা স্বাগতম জানাই।কিন্তু স্থানীয় একটি চক্র তাদেরকে সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খারাপ বানানোর জন্য সংবাদ কর্মীদের মিথ্যা ও
ভুল তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রচার করতেছে।
আরো বলেন,এসব অপরাধের সাথে তারা কোন
মতে জড়িত নই।প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করার জন্য অনুরোধ জানান।
এবং এসব মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।তাদের জড়িয়ে প্রকাশিত উক্ত সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদকারী-
(১)ছৈয়দ আলম ওরফে উনাইয়া।
(২)ফরিদুল আলম।
(৩)রশিদ আলম।
(৪)ভৈক্কা
(৫) গুরা পুইত্যা।
সাং পূর্ব মহেশখালীয়াপাড়া খারাংখালি,
হোয়াইক্যং,টেকনাফ।