আইকন নিউজ ডেস্কঃ
গত ১৯-শে জানুয়ারি-২২ তারিখ রাত ৭.৩০টার সময়, পালংখালী ইউনিয়নের জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা মৌলভী মনির হোসেন (৩৫) কে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী অন্য রোহিঙ্গা কেফায়েত উল্লাহ গং পেটে চাকু দিয়ে আঘাত করলে, তাৎক্ষনিকভাবে তাকে চিকিৎসার জন্য পাশ্ববর্তী এমএসএফ হাসপাতাল ক্যাম্প-১৫ এ নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পরে আঘাতপ্রাপ্ত মনির হোসেনকে মৃত ঘোষনা করেন।
এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকান্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিডি নং- ৫৫৫ নং মূলে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।