আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া উপজেলার থাইংখালী জামতলী নামক স্থানে হাফেজ নুরুল ইসলামের ভাড়া বাসায় এক এনজিও মহিলা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সুত্রে প্রকাশ।
উখিয়া থাইংখালীতে হাফেজ নুরুল ইসলামের ভাড়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বিল্লাল হোছেন (২৩) পিতাঃ-নান্নুমিয়া মাতাঃ-বাছিরুন আক্তার সাং-পুর্বপাড়া পুলমালীজালা ডাকঘর-জোরদিগি থানা গাঁড়াইল জেলা টাঙ্গাইল এবং তার স্ত্রী ফাতেমা খাতুন (২৩)পিতা-আলাল উদ্দিন মাতা-জাহুরা বেগম সাং ঘোড়াধাপ ডাকঘর-ঘোড়াধাপ ইউনিয়ন ভারোয়া খালী থানা জামালপুর সদর, জেলা জামালপুর অস্থায়ীভাবে বসবাস করার জন্য ভাড়া নেন বলে জানা যায়। নিহতের স্বামী বর্তমানে এম এস এফ হাসপাতালে নার্সিং পোষ্টে জামতলী অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে চাকরী করেন এবং তার স্ত্রী নিহত ফাতেমা খাতুন
(বর্তমানে) এম এস এফ উন্চিপ্রাং হাসপাতালে চাকরী করেন বলে জানা যায়।
সুত্রে প্রকাশ, গতরাত ১২ টা ৩০ মিনিটের সময় মৃত ফাতেমা খাতুনের স্বামী বিল্লাল হোছেন ৯৯৯ এ ফোন করে জানান তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরন করেন।সাথে সাথে উখিয়া থানার এস আই মহসিন ঘঠনা স্থলে এসে তার স্বামীকে পুলিশ হেফাজতে রেখে জনপ্রতিনিধি ও স্থানিয় গ্রাম পুলিশ রফিক উদ্দিন এবং স্থানিয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতে ঝুলন্ত লাশের ময়না তদন্ত করার জন্য নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে সুত্রে জানা যায়।