আইকন নিউজ ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ২ শত পিস ইয়াবাসহ তিনটি ডাকাতি মামলার পলাতক আসামি সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। সুত্রে জানা যায়, উক্ত সিরাজুল ইসলামের নামে ১০/১২ টা মামলা থাকলেও ৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
মঙ্গলবার ০১ মার্চ খুব ভোরে, ৩ নং হলদিয়া পালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাগলিরবিলের হালুকিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এস আই আল আমিন আবসাব, এ আস আই রাজিব, বিকাশ ও অন্যান্যরা।
আটক ব্যক্তি হলেন, উখিয়ার মরিচ্যা পাগলিরবিল হালুকিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম(৪০)৷
এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ। এসময় তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে বিধি মোতাবেক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।