আইকন নিউজ ডেস্কঃ
কুষ্টিয়ায় ট্রেন দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মাহবুব ইসলাম আদর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী ছিলেন। তিনি ট্রেনের ছাদে কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে পাকাশির হার্ডিঞ্জ সেতুর লোহার রডে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
বুধবার (১৬ মার্চ) এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন।
প্রক্টর বলেন, ‘‘মুহসিন হলের প্রভোস্টের মাধ্যমে আমরা তার মৃত্যুর খবরটি শুনেছি। আমরা কুষ্টিয়া থানা পুলিশ এবং মাহবুবের বাবা মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের বাড়ি জয়পুরহাটে। এখন তারা কুষ্টিয়া যাচ্ছেন মরদেহটি নিয়ে আসার জন্য। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে সঠিকভাবে জানা যায়নি। যতটুকু শুনেছি, ট্রেন ভ্রমণের কোনো এক সময় মাথা বের করলে লোহার রেলিঙের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।’’
নিহতের বন্ধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ অনয় জানান, “বুধবার কুষ্টিয়া থেকে সে ট্রেনের ছাদে ঢাকায় আসছিল। ওপরে থাকা সবাইকে সাবধান করতে হার্ডিঞ্জ ব্রিজের আগে ট্রেন সাইরেন বাজায়। কিন্তু আদর মাথা নিচু না করায় ব্রিজে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ শিক্ষার্থীর মৃত্যুতে শোক নেমে এসেছে ঢাবি ক্যাম্পাসে।