আইকন নিউজ ডেস্কঃ
গতকাল ১৭-ই মার্চ-২০২২ তারিখ, বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া রেলবিট এলাকায় একজন মহিলার ট্রেনে কাটাপড়া লাশ উদ্ধার করা হয়।
সুত্রের প্রকাশ, উদ্ধারকৃত ঝিনুক রাণী দে (৪০) স্থানীয় মৃত বন্ধন দের স্ত্রী। এ মৃত্যু নিয়ে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ ধারণা করছে এটা দুর্ঘটনা। অন্যদিকে ঝিনুকের পরিবারের ধারণা এটা আত্মহত্যা।
ষোলশহর রেলওয়ে জিআরপি ফাঁড়ির পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বালুছড়া রেলক্রসিং পারাপারের সময় চট্টগ্রামে ফেরা নাজিরহাট ডেমু ট্রেনে কাটা পড়ে ঝিনুক রানী নামে ওই নারী নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে ঝিনুকের পরিবারের সদস্যদের ধারণা, মানসিক ভারসাম্য হারিয়ে ‘আত্মহত্যা’ করেছেন তিনি। ঝিনুকের ছেলে নিশান দে বলেন, কয়েকদিন ধরে মা খুব খিটখিটে হয়ে ছিলেন। ভালো কথা বললেও সবার সাথে রেগে যাচ্ছিলেন। অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছিলেন। আজকে (বৃহস্পতিবার) দুপুরে বাসা থেকে বের হন, বিকেলে পুলিশ আমাদের খবর দেয়। গিয়ে দেখি ট্রেনে কাটা পড়েছেন আমার মা।এ ব্যাপারে বায়েজিদ থানায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।