তারেক রহমান, উখিয়া (পালংখালী) প্রতিনিধিঃ
আসন্ন পালংখালী ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নির্বাচনে “সভাপতি ” পদে মনোনয়ন পত্র গ্রহন করলেন পালংখালী ইউনিয়ন যুবলীগ এর সম্মানিত আহবায়ক ও বর্তমান সফল সভাপতি-পালং বাজার কমিটি। তিনি দীর্ঘদিন ধরে পালংখালী বাজার কমিটির সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন, বাজার কমিটির অন্যান্য সদস্যরা অত্র প্রতিবেদককে জানান, ইতিপূর্বে তার দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি কোন প্রকার দায়িত্ব পালনে অবহেলা করেন নাই তিনি যথাযথভাবে তার দায়িত্ব পালন করছেন বলে পালংখালী বাজারের স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে এবং তিনি পালংখালী বাজারে একজন পাহারাদারের মতো দিন রাত পরিশ্রম করে গেছেন বলে বাজার কমিটির সবার সম্মুখে বক্তব্য পেশ করেছেন। জনসম্মুখে তার বক্তব্য শুনে বাজারের জনগণের বর্ণাঢ্য ঢল নেমে আসছিল।
বাজার কমিটির অন্যান্য সদস্যরা জানান কামাল উদ্দিন সওদাগর একজন সৎ ন্যায় পরায়ন মানুষ তিনি অন্যায়ের সাথে কোনদিনও আপোস করে না, সবাই মনে করেন পালংখালী বাজার কমিটিতে কামাল উদ্দিন সওদাগর এর মত সভাপতি বারবার দরকার, তা না হলে অন্যকেহ বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না। সবাই বাজার কমিটির মিটিং শেষ করে একত্রিত হয়ে কামাল উদ্দিন সওদাগরের জন্য দোয়া চেয়ে মনোনয়ন ফরম গ্রহণ।