এম আর আয়াজ রবি।
আজ ২১- শে -মার্চ,২২ ভোর আনুমানিক ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পাশে সাতগড় রাস্তার মাথা নামক স্থানে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্হলে কার আরোহী ৪জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন নামে আরো ১জন সহ মোট ৫জন নিহত হয়।
সুত্রে প্রকাশ, প্রাইভেট কার যোগে হারুন, খোরশেদ, হুমায়ুন, সাকিব ও মনসুর কক্সবাজার যাবার পথে, বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে উক্ত হ্রদয়বিদারক দূর্ঘটনার সৃষ্টি হয়।
সুত্রে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করেন।তারা হচ্ছেনঃ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাকোয়াবির পাড়ার মৃত নাছির উদ্দীন বাবুর ছেলে হারুন-উর-রশিদ(২৬), চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আব্দুল মাজেদের ছেলে হুমায়ুন(২৫), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়ার নওশের আলীর ছেলে-খোরশেদ আলী সাদ্দাম(৩০), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের ফারুক জাহানের ছেলে-রিজবী শাকিব(২৪) ও অলংকার শহীদ নগর এলাকার ছালামত আলীর ছেলে-মনছুর আলী(২৩)। নিহত মনছুর আলী, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ মাদ্রাসার কামিল ২০১৬ ব্যাচ এর ছাত্র ছিলেন।
নিহতদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছলে, তাদের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে এক হ্রদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা যথাযথ তদন্ত করে আইনীপ্রক্রিয়ার মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির জোর দাবি করেন।