আইকন নিউজ ডেস্কঃ
আসন্ন রমজানকে সামনে রেখে, সারাদিন বৈশাখের কাঠফাটা রোদে সারাদিন সিয়াম সাধনা করার পরে রাত্রে তারাবীর নামায ও অন্যান্য ইবাদত বন্দেগী নিষ্কন্ঠকভাবে সুসম্পন্ন করার জন্য সম্মানিত রোজাদার মুসল্লীগণের সুবিধার্থে ২টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ( এসি) হস্তান্তর করেন।
উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউপির অন্তগত সাবেক ইউপি মেম্বার বখতিয়ার আহমদ কর্তৃক প্রতিষ্ঠিত কুতুপালং বাজার জামে মসজিদে, বলেন খতিয়া মেম্বারের সুযৌগ্য উত্তরসুরী, রাজা পালং ৯ নং ওয়ার্ডের দু’দু বারের নির্বাচিত জনপ্রিয় মেম্বার হেলাল উদ্দিন উক্ত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র হস্তান্তর করেন।
আজ ৩০-শে মার্চ, সকালে উক্ত মসজিদের সম্মানিত খতীবের সাহেবের নিকট এসব এসি হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুতুপালং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডা.জহির আহমদ,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সওদাগর, সমাজ সেবক রফিক আহমদ,কৃষকলীগ নেতা আবদুর রহিম চাষী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজ সচেতন নাগরিকবৃন্দ।
এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় হেলাল উদ্দিন মেম্বার বলেন, ‘আমার বাবা এই জনপদের মাটি ও মানুষের কল্যাণের পাশাপাশি একজন ধর্মভীরু সমাজ সচেতন ও মানবতাবাদী মানুষ হিসেবে এলাকায় অসংখ্য মসজিদ- মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠায় গড়ে তুলেছেন ও প্রতিষ্টায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। আমি বাবার পদাঙ্ক অনুসরণ করে,বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়নে মানুষের কল্যাণে রীতিমতো কাজ করে যাচ্ছি’।