বিশেষ প্রতিবেদক-পালংখালী, উখিয়া
গত ৯-জানুয়ারী-২২ তারিখ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা নামক স্থানে রোহিঙ্গা ক্যাম্প-১৬ অগ্নিকান্ডে প্রায় ৫০০ রোহিঙ্গা জনগোষ্ঠীর শেড ভস্মীভূত হয়, সাথে একই এলাকায় হোস্ট কমিউনিটির প্রায় ১০/১২ বাড়ি পুড়ে একাকার হয়ে যায়।
উক্ত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতশত রোহিঙ্গাদের ঘরের পাশাপাশি, কাটাতারের ভিতরে বসবাসরত ১০-১২টি স্থানীয় পরিবারের ঘরবাড়ি পুড়ে গেলেও তারা প্রশাসন ও এনজিওদের কাছ থেকে কোনপ্রকার সাহায্য সহযোগিতা পায়নি। সহযোগিতা বলতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ৭,০০০/- টাকা পেলেওর রোহিঙ্গারা এনজিও/আইএনজিও কর্তা বাবুদের আর্শীবাদে রোহিঙ্গাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। স্থানীয়দের ভাগ্য আজ পযর্ন্ত পরিবর্তন হবার কোন লক্ষণ চোখে পড়েনি, তারা কিন্তু সবসময় পর্দার আড়ালে অধরাই রয়ে যায়। পবিত্র রমজান মাসেও তারা হোস্ট কমিউনিটির লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এই যেন স্বাধীন মানচিত্রের একখণ্ড পরাধীন ভূখণ্ডে আমরা উখিয়া-টেকনাফবাসি। আরআরআরসি প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর ন্যায্য অধিকার নিশ্চিত করতে দৃশ্যমান পদক্ষেপ নিন, আমরা আশ্বস্থ নই, বাস্তবায়ন চাই এবং রোহিঙ্গাদের পাশাপাশি কাটাতারের ভিতরে বসবাসরত সকল স্থানীয় পরিবার গুলোকে WFP নিয়মিত খাদ্য কর্মসূচি ও ফ্রি জ্বালানি গ্যাস নিশ্চিত করার ব্যবস্থা করুন অন্যথায় হোস্ট কমিউনিটির অনেকেই ক্ষোভে, দুঃখ্র ফুসে আছে। যেকোন মুহুর্তে গন বিস্ফোরণ হয়ে ব্যাপারটি ম্যাচাকার হয়ে পড়বে।