আইকন নিউজ ডেস্কঃ
শুক্রবার, ১৫-এপ্রিল কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদার নির্দেশে তার ছেলে তাহসিনুল হুদার কিশোরগ্যাং কর্তৃক স্থানীয় সংবাদকর্মী জসিম আজাদ ও শরীফ আজাদের উপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সুত্রমতে, জসিম আজাদের ফেইসবুক ওয়ালে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা সম্পর্কে লিখেন ‘হ্যালো, রত্নাপালং ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ, দোকান থেকে হোল্ডিং ট্যাক্স (বাড়ির খাজনা) আদায় করার বিধান আপনারা কই পেলেন?
স্ট্যাটাসকে কেন্দ্র করে ১৩ এপ্রিল রাত পৌন ১২টার দিকে কোর্টবাজার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে তাহসীনের নেতৃত্বে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট শুরু করে। এতে শরিফ ও জসিম রক্তাক্ত জখম হয়।
আহত দুই সংবাদকর্মীকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে উন্নত চিকিৎসার্থে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মুরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে দ্রুত তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে