আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া-টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, মুসলিম মিল্লাতের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। পবিত্র এই রমযানে মুসলমানদের প্রধান ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাঃ এর উপর নাযিল হয়েছে। মাসব্যাপী সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগী, সেহরি, ইফতার, তারাবি, জিকির-আসগার, দান-ছদকা, যাকাত-ফিতরাসহ পবিত্র কোর আন তেলাওয়াতে ব্যতিব্যস্ত ও মশগুল থেকে মাস শেষে পবিত্র ঈদের দিন-খুশীর দিন মহান আল্লাহপাকের কাছ থেকে পুরস্কার গ্রহনের দিনে, ধনী-গরীব, আশরাফ-আতরাফ, ছোট-বড় নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে ঈদের খুশীতে সামিল হয় এবং এই ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, ভালবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের মেলবন্ধন।
ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক মতাদর্শসহ অন্যান্য ভেদাভেদ পদদলিত করে ইসলামের মহান শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ পরস্পরের মধ্যে ভাগ করে নেবার মধ্যেই নিহিত রয়েছে পবিত্র ঈদুল ফিতরের মুল স্প্রীট ও স্বার্থকতা। তাই রহমত,বরকত ও মাগফিরাতের মাস মহান রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য ভক্তি, শ্রদ্ধা,ভালবাসার ও সৌহার্দ্যতার এক সুমহান শিক্ষা বয়ে আনে। তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব-দুঃখী, মেহনতী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান এবং সাথে তিনি সবার সুস্থতা, নিরাপত্তা ও দীর্ঘ নেক জীবন কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন।
জাহাঙ্গীর কবির চৌধুরী,
সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ, উখিয়া।