মুফিজুল ইসলাম, পালংখালী প্রতিনিধি, আইকন নিউজ টুডে।
নুরুল আলম (৫০) -পিতা, মৃত ফয়েজ আহমেদ সাং৪ নং ওয়ার্ড, তাজনিমারখোলা থাইংখালি ৫নং পালংখালী ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার জেলা ।দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সার রোগে ভুগছেন তিনি। নিজের অসুস্থতা কাটিয়ে উঠতে নুরুল আলম সমাজের অবস্থাসম্পন্ন দানশীল ব্যক্তিদের কাছে সহায়তা চান, যাতে মরণব্যাধি থেকে রক্ষা পেয়ে অসহায় পরিবারের হাল ধরতে পারেন।
তিনি বলেন, আমি দিন মুজুরের কাজ করে সংসার চালাতাম ‘দির্ঘদিন ধরে আমি অসুস্থ, কক্সবাজার ও চট্টগ্রাম হাসপাতালে পরিক্ষা নিরিক্ষার পরে আমার লিভার ক্যান্সার ধরা পড়ে, চিকিৎসা চালাতে গিয়ে আমার সহায় সম্বল যাহা ছিল সব শেষ হয়ে আজ নিঃস্ব হয়ে গেছি। চিকিৎসা চালাতে আমি সবার সহযোগিতা চাই। সুস্থ জীবনে ফিরতে চাই, আমার দৈনিক মুজুরির টাকায় সংসার চলতো, এক ছেলে চার মেয়েসহ সাতজনের সংসার অনেক কষ্টে অভাবে দিন যাচ্ছে আমাদের
সেখানে আবার চিকিৎসার খরচ কীভাবে চালায়?। আমার এখন চারিদিকে অন্ধকার কী যে করবো? কিছুই বুঝতে পারছি না’দিন দিন আমার শরীরের অবস্থা অবনতি হচ্ছে ডাক্তারেরা বলেছেন অতি দ্রুত ঢাকা ক্যান্সার হাসপাতালে ভর্তি হতে , না হয় আমার জীবন চক্ষু নিবে যাবে, আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনাদের সহযোগিতায় আমার জীবন টা বেঁচে যেতে পারে আল্লাহ তাআলা যদি আমায় হায়াত দেন।
আপনারা যাহারা দেশে -বিদেশে আর্থিক ভাবে স্বাবলম্বী আছেন তাদের কাছে আমার অনুরোধ, কোন হৃদয়বান ব্যক্তি, কিংবা কোনও প্রতিষ্ঠান যদি নুরুল আলমের জন্য আর্থিক সহায়তা করতে চান, তাহলে তার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন—
সাইফুল ইসলাম, 01821404113 (ছেলে) ।ছলেমা খাতুন ,বিকাশ, 01860441216 (স্ত্রী)