আইকন নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম-কক্সবজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং লালব্রীজ এলাকার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম থেকে পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় যাওয়ার পথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমানের গাড়ীতে চাপা পড়ে মনির আহমদ (৭০) নামক এক বৃদ্ধ পথচারী প্রাণ হারায়। নিহত মনির আহমদ চট্টগ্রামস্থ সাতকানিয়া উপজেলার আবুল খায়েরের পুত্র।
সূত্রে জানায়, আজ ২১-শে মে, রোজ শনিবার উক্ত দূর্ঘটনা সংঘটিত হয়। নিহত পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে যুগ্ম সচিবের সরকারী গাড়ীটি উল্টে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান ও গাড়ী চালক মোহাম্মদ হাছান (৪০) মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান হাসপাতালে ছুটে আসেন। তবে আহত যুগ্ম সচিব ও গাড়ী চালাককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারা দুজনই শংকামুক্ত বলে জানিয়েছেন চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাঈমা নাসরিন।
কক্সবাজার মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার এসআই মোরশেদ আলম ভুঁইয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনায় পতিত গাড়ী ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
আইকন নিউজটুডে/আর/২১০৫২২