আইকন নিউজ ডেস্কঃ
কক্সবাজারের উখিয়া সদর, ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয় ও বাজেটের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রবিবার (২৯ মে) বেলা ১১ টায় ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে ১ কোটি ৬০ লাখ ৯৬ হাজার ৫২০ টাকার বাজেট পেশ করা হয়। স্থানীয় চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন ৪ নং রাজাপালং ইউপি সচিব মৃনাল কান্তি বড়ুয়া।
বাজেট সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সভাপতির বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সালাহউদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউপি সদস্য নুর কবির, ইউপি সদস্য মির সাহেদুল ইসলাম রোমান, প্যানেল চেয়ারম্যান মহিলা ইউপি সদস্য খুরশিদা আক্তার, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও জাফর আলম, আওয়ামী লীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড এটিএম রশিদ, তুতরবিল সরকারি প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল, চাকবৈঠা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালেক, রাজাপালং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার মুফিজ মিয়া সহ প্রমুখ৷
উক্ত সভায় বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়দের কোন সমপৃক্ততা ছিলনা, তারা জানতোও না বাজেট সম্পর্কে।কিন্তু এবার উন্মুক্তভাবে সবার অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়েছে, যাতে বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে বলিষ্ট ভূমিকা পালন করতে পারে।
বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়নগুলো বিভিন্ন বিলবোর্ড আকারে গ্রামে গ্রামে টাঙ্গিয়ে দিতে হবে, ইভটিজিং, বাল্যবিয়ে সহ জনসম্পৃক্ততামূলক বিষয়গুলো ফেস্টুন আকারে গুরুত্বপূর্ণ স্থানে টাঙ্গিয়ে দিতে হবে, এতে করে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সাধারন জনগনের কাছে পৌঁছে যাবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
এ সময় ইউনিয়নের বাজেট অনুষ্ঠানে শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার শতাধিক গণ্যমান্য সুধীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।