আইকন নিউজ ডেস্কঃ
বাঙালি জাতিগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মুহাম্মদ ইউনুস। উনি এত বড় মাপের ব্যক্তিত্ব যে সেটা বোঝার ক্ষমতাও ৯০% বাঙালির নেই বললেই চলে।
নোবেল লরিয়েট এটা প্রফেসর ইউনুসের একটা ক্ষুদ্র পরিচয়। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার তিনটি হল নোবেল, অ্যামেরিকার প্রসিডেনশিয়াল এওয়ার্ড, কংগ্রেশনাল এওয়ার্ড। ইতিহাসে এই তিনটা পুস্কারই পেয়েছেন মাত্র ১২ জন। এরমধ্যে প্রফেসর ইউনুস একজন।
আরেকটা দুইটা উদাহরন, মেসি হলে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।
আলিম্পক গেমস হল পৃথিবীর সবচেয়ে বড় খেলার আসর। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে এর আয়োজক হতে। আলিম্পক গেমস উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস।
অনেকেই বলেন, যতই পদ্মা নদীতে ঠুস করে ফেলে দিন না কেন, এই ডক্টর মুহাম্মদ ইউনুসই বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করিয়েছেন।সেজন্যই লোকে বলে, ‘দেশে গুনীর কদর হয়না, সেদেশে গুনীর জন্ম হয়না’!