ঈদ মোবারকঃ
মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশেও অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনাবিল আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে ঈদ-উল আযহা। ঈদুল আযহা উপলক্ষে উখিয়া উপজেলা ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উখিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ।
শত প্রতিকূলতার মাঝেও পবিত্র ঈদ-উল আযহা সকলের জীবনে বয়ে আনুক সুখ-সমৃদ্ধি ও শান্তির বারতা। আসুন আমরা ঈদুল আযহা’র কোরবানির এই শিক্ষা সবার জীবনের পাথেয় করে সাম্যের জয়গান গাই, বিশ্বকে গড়ে তুলি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের বসবাসের উপযোগী। পবিত্র ঈদকে সামনে রেখে সকল বৈষম্য, অসঙ্গতি, সামাজিক অস্থিরতা ও অসুস্থতা থেকে মুক্তি পেতে নারী ও শিশু নির্যাতনসহ মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সক্রিয় হই । আমরা শান্তিময় একটি সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে অঙ্গীকার গ্রহণ করি। ঈদ মোবারক
শুভেচ্ছান্তেঃ
শেখ মোহাম্মদ আলী
অফিসার ইনচার্জ (ওসি)
উখিয়া থানা, কক্সবাজার ।