ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খালি কলসের আওয়াজ বড়ো, (অপ) সাংবাদিকতার খোলস ছাড়ো!

admin
জানুয়ারি ১১, ২০২৩ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

। এম আর আয়াজ রবি’।।

মানুষ নিজে যাহা নয়, তাহা যদি অভিনয় করিয়া চলেন, তাহলে তাহাকে অনেক বিব্রতকর অবস্থায় পতিত হতে হয়। মিথ্যা, মেকি অযাচিত অভিনয়ের খেসারত দিতে হয় অনেক বড় অংকে। প্রতি পদে পদে তাহাকে মিথ্যা অভিনয়ের জাল বিস্তার করিতে হয়, শেষ অবধি তাহার ডাহা অসত্য লৌকিকতা ও জোচ্চুরির মাশুল গুনিতে হয় এবং তাহাকে অনেক কষ্টের কারণও হইতে হয়।

এই যে ধরুণ, যিনি এমবিবিএস ডিগ্রি পাশ করেননি, বা ডাক্তারী পেশার কোন উল্লেখযোগ্য শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু কোন বিশেষজ্ঞ ডাক্তারের সন্নিকটে অবস্থান করিয়া কিছুটা চিকিৎসা শাস্ত্রের রোগের নাম, ঔষধের নাম বা কোন রোগের কোন ঔষধ পথ্য দিতে হয় তাহা রপ্ত করিয়াছে। বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অনেকদিন অবস্থান করিতে গিয়ে কিছুটা ডাক্তারী কাজ রপ্ত করিতে সক্ষম হইয়া কেউ যদি মনে করিয়া বসেন এইভাবে আর কতদিন আমি নিজেও ডাক্তার বুনিয়া গিয়াছি। এইবার স্থান ত্যাগ করিয়া অন্যত্র গমন করিলে, নতুন চেম্বার খুলিয়া রীতিমতো এমবিবিএস ডাক্তার বুনিয়া যাওয়া ঠেকায় কে! যেমনি চিন্তা তেমনি কাজ-ঐ ব্যক্তি কুতুবদিয়া/মহেশখালী, উখিয়া বা টেকনাফের অজপাড়া গাঁ য়ে চেম্বার খুলিয়া চিকিৎসা সেবা প্রয়োগ করার জন্য তাহাকে এমবিবিএস ডাক্তারেরও বড়ো এমবিবিএস ডাক্তারের অভিনয় করিতে হয় বা এমবিবিএস সাজতে হয়!

ঠিক তেমনিভাবে, যিনি বা যাহারা সাংবাদিক নয়, উকিল নয়, পুলিশ, বিজিবি, সেনা বাহিনী বা র‍্যাব নয় অথবা এনএসআই, ডিজিএফআই, ডিএসবি, এসবি, ডিবি নয় তাহাকে বা তাহাদেরকে বর্ণিত পদবীগুলোর যেকোনটির অভিনয়শৈলী করে যাওয়ার কত খসরত করিয়া যাইতে হয় বা খসরত করা যে চাট্টিখানি কথা নয় তা বলিবার অপেক্ষা রাখে না!

এক্ষেত্রে তাহাকে বা তাহাদেরকে মানুষের বিশ্বাস স্থাপন করানোর জন্য তা্হার বা তাহাদের দায়িত্বের বাহিরেও অতিরিক্ত দায়িত্ব পালন করিতে হয়-যাহা মিথ্যার সবচেয়ে বড় মিথ্যা হিসেবে প্রতিষ্টা পায়।

আমার লেখালেখির অভ্যাস বা অভিজ্ঞতা প্রায় তিন দশকের। সেই স্কুল জীবন থেকে লেখার হাতেখড়ি। স্কুলের দেওয়ালিকা, ম্যাগাজিন, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ সব সাহিত্য পর্বে সমান অংশ গ্রহণ ছিল আমার। চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সময় দৈনিক আজাদী, পুর্বকোন বা দৈনিক কর্ণফুলী পত্রিকায় অনিয়মিত কবিতা, ছড়া, ছোটগল্প, অনুবাদ গল্প পাঠাইতাম। কোনটা ছাপানো হতো আবার কোনটা যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ না হইতে পেরে প্রকাশিত হইতনা। যেদিনই আমার লেখা ছাপানো হইত চট্টগ্রাম কলেজের শেরে বাংলা হলে থাকাকালে আমার চার রুমমেটকে বিকালে প্যারেড কর্ণারের পুর্ব পার্শ্বে টাক শাহ মসজিদের পাশে চনা পিয়াজুর দোকানে অবশ্যই চনা পিয়াজু খাওয়াইতে হতো আমাকে। তাহারা কত উতসাহ দিত আমাকে, তা বলাই বাহুল্য! তখন কি যে আনন্দের দিন ছিল তা বলিয়া শেষ করা যাইবেনা।
পরে ভার্সিটিতে ভর্তি হইয়া অনিয়মিত লেখা-লেখির অভ্যাস ছিল, লেখা ছাপানো হতো বা হতোনা সেদিকে তেমনই নজর দিতাম না। কারণ লেখালেখির প্রফেশনে নিজের নাম লেখাইব তা কোনদিন ঘুনাক্ষরেও চিন্তায় ছিলনা। কিন্তু এখন আমি রীতিমতো প্রফেশনাল লেখক, যা ভাবতেও অবাক লাগে আমার!

বলতেছিলাম কী, যাহারা সাংবাদিকতা করেন না বা সাংবাদিকতার নুন্যতম জ্ঞানটুকু যাহাদের নেই তাহারাই সাংবাদিক তকমা লাগানোর জন্য কতকিছু করিয়া যাচ্ছেন তা বলাই বাহুল্য! টাকার বিনিময়ে সাংবাদিকতার কার্ড যাহারা গলায় ঝুলাচ্ছেন, তাহারা সাংবাদিক তকমা পাবার জন্যে কোথায় গিয়ে কতজনের হাতে পায়ে ধরে, টাকা কড়ি দিয়ে কার্ড নিয়ে আসতেছেন তা কিন্তু দিবালোকের মতো পরিস্কার। কেহই বা আছেন অর্থকড়ি দিয়ে ক্রেস্ট একটা নিয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিকস মিডিয়া ও নিউজ পোর্টালগুলোতে নিজেকে জাহির করার কত ধরনের খসরত করে যাইতেছেন তা বলি বা লেখি কেমনে? সবচেয়ে দুঃখ লাগে তখনই যখনই দেইখি কোনব্যক্তি ইংরেজিতে নিজের নাম, ঠিকানা আত্মপরিচয় লিখিতে যাহার এক কলস ঘাম বাহির হইবে ঐ ব্যক্তি একটি ইংরেজি দৈনিকের সাংবাদিকতার কার্ড যখন গলায় ঝুলায়! তখন মনে হয় “দ্বিধা হও পৃথিবী আমি তাহাতে লুকাই”!!

যাহারা ঐ কাজগুলো নিঃদ্বিধায় করিয়া যাইতেছেন তাহাদের মতো, জাত বা পেশাদার সাংবাদিকদের চক্ষু লজ্জার মাথা খাবার পরিবেশ এখনও সৃষ্টি হয়নি! হলুদে বা অপ-সাংবাদিকতামুক্ত পরিবেশ চাই, পেশাদার সাংবাদিকদের সঠিক মুল্যায়ন, সুযোগ সুবিধা সৃষ্টি হোক, সাংবাদিকরাই যাতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হইয়া দেশ মেরামতের কাজে অগ্রণী ভুমিকা পালন করিতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করিতেছি। ধন্যবাদ সবাইকে।

, , ,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।