ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর থাইংখালী জামতলী মহিলা হিফয শিক্ষা প্রতিষ্টান, হজরত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা হিফয খানা ও এতিম খানার পাঁচ হিফয সমাপ্তকারী মহিলা হাফেজাকে দস্তর প্রধান করেন মাদ্রাসা’র বার্ষিক সভার মধ্য দিয়ে।
গত ২৫ জানুয়ারি রোজ বুধবার সকাল ১০ঘটিকা থেকে অর্ধ রাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন মোঃওমর ফারুক এবং প্রধান বক্তা হিসেবে নছিহত পেশ করেন, টেকনাফের হ্নীলা দারুসুন্নাহ মাদ্রাসা’র সাবেক মুহাদ্দিস মাওলানা মুফতি হোসাইন আহাম্মদ কাসেমী”
এবং কক্সবাজার ইসলামী রিসার্চ সেন্টার এর সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি কাওসার সহ আরো ক’একজন বক্তা।
এসময় উপস্তিত ছিলেন, বর্ডারটাইম্স অনলাইন পত্রিকার সম্পাদক দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার সিনিয়র সাংবাদিক নুরুল বশর ও দৈনিক দুরন্ত অনলাইন পত্রিকার পরিচালক ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া প্রতিনিধি ওমর ফারুক এবং পালংখালী ইউনিয়ন এর ইউপি সদস্য কামাল হোসেন সহ গ্রামের শত শত মুসল্লীরা।
এতে অত্র মাদ্রাসার প্রধান পরিচালক অত্র এলাকার মৃত সোনালী সিকদার এর ছোট ছেলে মাওলানা সেলিম এক বৈঠকে সাংবাদিকদের জানান,গত ২০২০সালে মহিলা হিফয খানাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকায় সুনাম অর্জন করতে শুরু করেন,সাথে পড়ার মান উন্নত দেখে এলাকার ৪বছর থেকে ১১বছর বয়সী ছাত্রীদের দুর দুরান্ত থেকে এনে ভর্তি করিয়ে দেয়।
গত ২২সালে ৫জন হিফয শেষ করে নানান এলাকায় গিয়ে মহিলা হিফয খানায় খেদমত করতেছে, এছাড়া অত্র মাদ্রাসায় ও এবারে আরো ৫জন ২৩সালে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করেন,তাদের মন জয় করতে এবং সাধারণ মাদ্রাসার মত (পাগড়ি) দস্তর আনুষ্ঠানিক ভাবে দিতে এই সভাটি আয়োজন করা হয়।
এছাড়া যারা চলিত বছরে শেষ করেছে তাদের নাম উল্লেখ করেন, প্রথম জন, টেকনাফ উপজেলার হোয়্যাইক্যং ইউনিয়ন’র লম্বাবিল এলাকার হাফেজ আব্দুল গণির বড় মেয়ে খুদে হাফেজা শফিকা আক্তার(১৪)। দ্বিতীয় জন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন’র মনখালী গ্রামের আক্তার হোসেন’র বড় মেয়ে খুদে হাফেজা তৌহীদা ইয়াসমিন।
তৃতীয় জন,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর জামতলী এলাকার আবুল বশরের মেয়ে খুদে হাফেজা ফাহিমা আক্তার কাজল।
৪র্থ জন, পালংখালী ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কামাল হোসেন এর মেয়ে খুদে হাফেজা ছালেহা খাতুন কামাল( কোবরা)।
৫ম জন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন এর দরগাহ পাড়া এলাকার মুহাম্মদ নুর এর মেয়ে খুদে হাফেজা হারেসা আক্তার।
মাদ্রাসার পরিচালক আরো বলেন, মাদ্রাসাটিতে সম্পূর্ণ পর্দা সহকারে ও দক্ষ মহিলা হাফেজার মাধ্যমে পাঠদান করা হয়।
এছাড়া অত্র বার্ষিক সভায় পুরুষ ও নারীদের জন্য পৃথক পৃথক পেন্ড্যাল করা হয়েছে,এবং কুরআন সমাপ্তকারী হাফেজাদের পিতার হাতে দস্তর(পাগড়ি) তুলে দেন হ্নীলা দারুসুন্নাহ মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মুফতি হোসাইন আহাম্মদ কাসেমী। পরে মুনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
