ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঘুমধুমে শ্রমিক নেতা হেমলাল বড়ুয়ার নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

admin
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ওমর ফারুক বাপ্পী।
নাইক্ষ্যংছড়ি।

আজ ২১শে ফেব্রুয়ারি। বাঙালি জাতির একটি স্বরণীয় দিন। এই দিনে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছেন অনেকে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, আজ রাত ১২টার সময় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের শ্রমিক নেতা ও ঘুমধুম ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হেমলাল বড়ুয়ার নেতৃত্বে, ২নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শত দলের ত্যাগী নেতা কর্মিরা।

এসময় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু সুভত বড়ুয়া ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল কালাম চৌধুরী একই সঙ্গে ভাষা শহীদদের প্রতি ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সিহাব ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক এবং ঘুমধুম ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ সাদেক, যুবলীগ নেতা জসিম উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রমিক নেতা হেমলাল বড়ুয়া বলেন, আজ ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির একটি স্বরণীয় দিন, এই দিনে মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দেওয়া সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পেরে তিনি নিজেকে খুব ধন্য মনে করেন।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু সুভত বড়ুয়া ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বলেনঃ আজকের এই বিশেষ দিনে মাতৃভাষা বাংলার জন্য জীবন দেওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

যুবলীগ নেতা, শেখ সাদেক ৭নং ওয়ার্ডের যুবলীগের সকল কর্মিদের উপস্থিতিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছেন বলে তিনি জানিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সিহাব ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক সাক্ষাৎকারে তাদের মনের অনুভুতি গুলো প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।